কুমারখালীতে শেখ ফজলুল হক মনি ৮০তম জম্ম বার্ষিকী পালিত
তারিথ
: ০৫-১২-২০১৯
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ৮০তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় কুমারখালী উপজেলা যুবলীগ পালন করেছেন। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে তার জন্ম। বুধবার নুর কমপ্লেক্স ৩য় তলায় কুমারখালী উপজেলা যুবলীগের আয়োজনে সারা দিনব্যাপী ব্যাপক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতির জম্মদিন পালন করা হয়। জম্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে কুমারখালী যুবলীগ। এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, মনির হাসান রিন্টু সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ, এস,এম রফিক সহসভাপতি উপজেলা যুবলীগ, তুহিন শেখ পৌর যুবলীগের সভাপতি, মনছুর জামান তুহিন জয়েন্ট সেক্রেটারি যুবলীগ, খলিলুর রহমান কাজল ,সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবলীগ, আবুল বাশার শাহিন সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবলীগ, রবিউল আউয়াল সহসভাপতি উপজেলা যুবলীগ। মনোয়ার হোসেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক, রবিউল ইসলাম সাচ্ছু সহসভাপতি উপজেলা যুবলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি জম্মদিন ঘিরে কুমারখালী উপজেলা যুবলীগ নেতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। বুধবার সকালে উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন ও সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু নেতৃত্বে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে আনন্দ র্যালী ও কেক কাটা অনুষ্ঠিত হয়। দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। কুমারখালী উপজেলা থেকে১১টি ইউনিয়ন ও পৌরসভার যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতা-কর্মীরা অনুষ্ঠান উপস্থিত ছিলেন।