পটুয়াখালীতে এসডিজি অর্জন বিষয়ক ‘যুব কর্মশালা’ অনুষ্ঠিত
তারিথ
: ০৭-১১-২০১৮
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক দিনব্যাপী ‘যুব কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে । গতকাল ০৬ নভেম্বর পিটিআই রোডস্থ সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) প্রশিক্ষন কেন্দ্রে ইউএন ভলান্টিয়ার ও এসডিএ আয়োজনে ভলান্টিয়ার নেটওয়ার্ক শক্তিশালী করন এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জন বিষয়ে ‘যুব কর্মশালা’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসডিএ এর নির্বাহী পরিচালক কে.এম এনায়েত হোসেন। কর্মশালায় স্বেচ্ছাসেবক হিসাবে তরুনদের তারন্যকে কাজে লাগিয়ে কিভাবে উন্নয়নকে টেকসই এবং ভলান্টিয়াদেরকে সক্রিয় ও বৃদ্ধি করা যায় সে বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে আলোচনা করেন ইউএন ভলান্টিয়ার কান্ট্রি ফোকাল পার্সন মোঃ আকতার উদ্দিন। আরো আলোচনা করেন প্রোগ্রাম এ্যাসিস্ট্যান্ট আহসান হাবিব, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর শামিউল আলম। এ সময় সুশিল সমাজের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিশু অধিকার সুরক্ষা কমিটির সভাপতি শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, নারী নেত্রী মাহফুজা ইসলাম। আরও উপস্থিত ছিলেন এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আল্লামা ইকবাল, এসডিএ কো-অর্ডিনেটর শামিমা নাসরিন, জেনারেশন ব্রেক থ্রু প্রজেক্ট এর ফিল্ড ম্যানেজার আমেনা বেগম। এ কর্মশালায় ৩৮জন যুবক ও ১২জন যুবতী অংশগ্রহন করেন।