বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বুধবার (২২ জানুঃ) পৌরসভা ও কার্বন বাংলা ইমিসন অফসেট লিঃ এর যৌথ উদ্যোগে বর্ধিত আলোচনা সভা হয়েছে। পৌরসভা হলরুমে মেয়র লিয়াকত আলী সরকার টুটুলের সভাপতিত্বে আলোচনা সভায় বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন, কার্বন বাংলা ইমিসন অফসেট লিঃ এর সিইও সাইফুল ইসলাম পাইকাড় ও লিমা প্লাস্টিক ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আব্দুল কাদের। এতে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র মাহবুর রহমান হান্না, শওকত আলী, আঙ্গুরা বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, সহকারী প্রকৌশলী সেলিম উদ্দিন, সচিব সেরাফুল ইসলাম ও সুধিবৃন্দ। কার্বন বাংলা ইমিসন অফসেট লিঃ এর সিইও সাইফুল ইসলাম পাইকাড় জানান, পৌরসভা ও কার্বন বাংলা ইমিসন অফসেট লিঃ যৌথ উদ্যোগে বিরামপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রকল্প গ্রহণ করবে এবং শহরের বর্জ্যকে সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিসহ অন্যান্য উন্নয়ন মূলক কাজে ব্যবহার করবে। এতে অনেক বেকারের কর্মসংস্থান হবে। বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল জানান, বিরামপুরকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা এ কর্মসচিকে স্বাগত জানিয়েছি। প্রকল্প বাস্তবায়ন হলে বিরামপুর একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহরে পরিনত হবে।