ফেনীর সোনাগাজীতে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩নভেম্বর শনিবার বিকেলে আওয়ামীলীগ কার্যালয়ে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল মজিদ ভুলু মিয়া , মুক্তিযোদ্ধা আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন বাহার, পৌর আওয়ামীলীগের সভাপতি ইমাম উদ্দিন সেলিম , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল হালিম মামুন, দপ্তর সম্পাদক সুলতান আহম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নুরুল হুদা, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হেসেন মিলন, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল আবছার, উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরী প্রমূখ। বক্তারা জাতীয় ৪ নেতার পলাতক খুনিদের ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান। দোয়া পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।