নওগাঁর সাপাহারে আনসার-ভিডিপির আগামী একাদ্বশ জাতীয় নির্বাচন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে আনসার ও ভিডিপির উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উপজেলার সকল ভোট কেন্দ্রে নিয়োজিত পিসি ও এপিসিদের মাঝে নির্বাচনী সকল প্রকার দিগ নির্দেশনা মূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সাপাহার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহারা বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার ও ভিডিপির দায়িত্ব কর্তব্য এবং একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনের উপর গুরুত্ব রেখে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট কল্যান চৌধুরী,উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম,।