শেরপুর জেলা পুলিশ প্রশাসন কর্তৃক মাদক সন্ত্রাস,জঙ্গীবাদ,বাল্যবিয়ে বিরোধী শান্তির সমাবেশ
তারিথ
: ১৯-১০-২০১৯
শেরপুর জেলা প্রতিনিধি :
সন্ত্রাসের বিরুদ্ধে ¯েœহ –মাদকের বিরুদ্ধে মমতা-জঙ্গীবাদের বিরুদ্ধে জনার্দন এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯অক্টোবর শনিবার সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের উদ্যেগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আশরাফুল আজিম পিপিএম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.মোঃ আক্কাস আলী ভুইয়া ।
প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.মোঃ আক্কাস আলী ভুইয়া বলেন,দেশের শিক্ষার হার শতভাগ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে এবং মাদক সন্ত্রাস,জঙ্গীবাদ,বাল্যবিয়ে কুফল সর্ম্পকে জনসচেতনা গড়ে তুলার পাশাপাশি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়শুনা করে উন্নত জাতি হিসেবে এবং একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদেরকে তিনি আহবান করেন । এসময় তিনি মাদক সন্ত্রাস,জঙ্গীবাদ,বাল্যবিয়ে বিরোধী ৩হাজার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শপথ বাক্য পাঠ করান ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ,পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল ,সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ,শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমী প্রধান শিক্ষক মো রেজুয়ান ইসলাম,ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম এর সভঅপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আমিনুল ইসলাম ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী,জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।