ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার বিকেলে নদী রক্ষা কমিটির সভা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার । অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য আলা উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রুমানা শারমিন, মডেল থানা অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার,ইউপি চেয়ারম্যান শিহাব আমিন খান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান মানিক প্রমূখ । এ সময় বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ময়মনসিংহের ভালুকার ঐতিয্যবাহী খিরু নদীসহ উপজেলার বিভিন্ন খান,বিল খনন ও ভরাট, এবং উপজেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ ও রঙ্গের পানি প্রতিরোদ করুনিয় সমন্ধে আলোচনা করেন ।