শেরপুরে বণার্ঢ্য র্যালির মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
তারিথ
: ২৬-১০-২০১৯
শেরপুর জেলা প্রতিনিধি :
সারাদেশের ন্যায় পুলিশের সঙ্গে কাজ করি ,মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে শেরপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যেগে আজ শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়।
এ উপলক্ষে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ও মংমনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভুইয়া বেলুন উড়িয়ে র্যালির উদ্ভোধন করেন ।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পদিক্ষন করে জেলা পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয় । পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে পুলিশ লাইন্স সভাকক্ষে এক আলোচানা সভা অনুষ্ঠিত হয় ।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে পুলিশ লাইন্স সভাকক্ষে আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্য হুইপ আতিক বলেন সমাজ থেকে মাদক,জঙ্গীবাদ,সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে পুলিশের একার পক্ষে এসব অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধ ও দমন করা সম্ভব না ।তাই কমিউনিটি পুলিশিং এর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সমাজের প্রত্যেকে যার যার অবস্থান থেকে পুলিশকে সহযোগিতা করার জন্য আহবান করেন।
এসময় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভুইয়া,বিশেষ অতিথি হিবেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট নমিতা দে, উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান শেরপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি রফিকুল ইসলাম,শেরপুর পৌর প্যানেল পৌরমেয়র মোঃ আতিউর রহমান মিতুল,মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ স ম নুরুল ইসলাম হিরু,শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সাবেক সভাপতি মাসুদ মিয়া , শেরপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সাধারন সম্পাদক আলহাজ ফখরুল মজিদ খোকন , শেরপুর শহর কমিউনিটি পুলিশিং ফোরাম সাধারন সম্পাদক কাজী মতিউর রহমান মতি ।
অন্যান্যদেও মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ বিল্লাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আমিনুল ইসলাম,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আবদুল্লা আল মামুন,জেলা গোয়েন্দা ডিবি (ওসি)মোঃ মুখলেছুর রহমান,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমির আলী সরকার,জেলা যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম,এবং পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ জেলা কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা শেষে পুলিশের পক্ষ থেকে কমিউনিটি পুলিশের সদস্য সচিব দেবামীষ ভট্রাচার্য্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।