মো. নাঈম মিয়াজী, মতলব উত্তর চাঁদপুর থেকে : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শ্রমীকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
বুধবার দুপুরে মোহনপুরস্থ ত্রাণ মন্ত্রীর বাড়ীতে উপজেলা শ্রমীকলীগ নেতা খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও শামীম প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, জেলা পরিষদের সদস্য ও ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান।
দিপু চৌধুরী বলেন- মতলব উত্তরের শ্রমীকলীগ একটি সুসংগঠিত সংগঠন। এ সংগঠনের মাধ্যমে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। মতলব উত্তরের উন্নয়নের প্রাণপুরুষ জননন্দিত জননেতা মায়া চৌধুরীর স্বপ্নের সিঙ্গাপুর সিটি বিনির্মানে ভ‚মিকা রাখবেন।
আরো বক্তব্য রাখেন- উপজেলা শ্রমীকলীগ নেতা আমিন মিয়া, আনোয়ার হোসেন আকাশ, পৌর শ্রমীকলীগ নেতা সিরাজুল ইসলাম সরকার, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখনসহ ইউনিয়ন শ্রমীকলীগনেতা প্রমুখ।