ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের উদ্দ্যোগে গতকাল জিনদপুর কেন্দীয় ঈদগাহ মাঠে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জিনদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রউফ।প্রধান অতিথি ছিলেন এ,এস,পি র্সাকেল বাবু চিত্ত রন্জন পাল,বিশেষ অতিথি ছিলেন আসলাম সিকদার নবীনগর থানা ভারপ্রাপ্ত কমর্র্কতা ,বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম ভূইয়া স্বাগত বক্তব্য রাখেন,আমির হোসেন মেম্বার,বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন,রফিকুল ইসলাম,জয়নাল আবেদীন,সাংবাদিক আব্দুল হাদী,সাংবাদিক জহিরুল ইসলাম,হাবিবুর রহমান খালেদ,আলী আকবর মাষ্টার,নজরুল ইসলাম আব্দুল মতিন মেম্বার,খোরশেদ আলম মেম্বার বক্তাদের সকলের দাবী মাদক ও সন্ত্রাস কে না বলি,মাদক মুক্ত সমাজ গড়ি।আরো উপস্থিত ছিলেন বাংলা টিভির নবীনগর প্রতিনিধি সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংবাদ প্রতিদিনের নবীনগর প্রতিনিধি সাংবাদিক খান জাহান আলী চৌধুরী,ঢাকা প্রতিদিনের নবীনগর প্রতিনিধি সাংবাদিক মনির হোসেন,সাংবাদিক এ কে জসিমউদ্দিন,দৈনিক মাতৃছায়ার প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসেন,সাংবাদিক, মাসুম র্মিজা,সোহেল আহাম্মদ এছাড়া ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগন এবং জিনদপুর গ্রামের সকল শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমতিয়াজ মাহমুদূ বেগ ইমন মাষ্টার।