নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারনায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এফবিসিসিআইএর ৩ বারের নির্বাচিত পরিচালক ও মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের শীল্প ও বানিজ্য সম্পাদক তাবারাকুল তোছাদ্দেক হোসেন খান টিটো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এর মাত্র এক বছর সময় হাতে থাকলেও জমে উঠেছে মানিকগঞ্জের নির্বাচনী প্রচারণা। শহরে ও গঞ্জের মূল পয়েন্ট গুলোতে ঝুলছে টিটো সমর্থক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ছবি সংবলিত রঙ-বেরঙের বিলবোর্ড-ব্যানার-ফেস্টুন। খোজ নিয়ে জানা যায়, মাত্র ৩ বছরেরও কম সময় ধরে নির্বাচনী প্রচারণায় নামা তরুন এই জননেতার জনপ্রিয়তা সবাইকে তাক লাগিয়েছে। দল বল নির্বিশেষে অরাজনৈতিক ভাবেও তার গ্রহনযোগ্যতা জনপ্রিয়তার শীর্ষে। ঘোষণার পরপরই আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিরাট একটি অংশ মাঠে নেমেছে তার নির্বাচনী প্রচারনায়। এর বাহিরেও তার নির্বাচনী মাঠে প্রচারনায় নেমেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও মানবধিকার সংগঠনের নেতারা। তরুন ভোটারা আওয়ামীলীগের সাংসদ হিসেবে তারই প্রতিধ্বনি দিচ্ছে। প্রতি দিনি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সততা নিয়ে তরুন-তরুনীর ইতিবাচক মন্তব্য। বাড়ছে জন-সমাগম ও সমর্থকদের সংখ্যা। এছাড়াও গত এক যুগে যুবকদের ব্যাবসায়ী খাতে পরামর্শ ও সহযোগীতা করে যুব সমাজের মান উন্নয়নে যুব উদ্যোগতা হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। তার পৃষ্ঠাপোষকতায় জেলাটিতে ডাউটিয়া বুলবুল ক্লাব, শিল্পরথ সহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন নানা খ্যাতির চূড়ায় রয়েছে। তবে জনপ্রিয়তার মূল রহস্য তার সততা,নিষ্ঠা ও ক্লিন ইমেজ। টিটোর বিশ্বস্ত একটি সূত্র জানায়, দাতা পরিবারের সন্তান তোছাদ্দেক হোসেন খান টিটো। তার বাবা প্রয়াত আব্দুল মোন্নাফ খান (মুন্নু) অসহায়দের খুজে খুজে দান করতেন, দাতা ও অসহায়দের বন্ধু হিসেবে তার জনপ্রিয়তাও ছিলো অসীম। বর্তমানে টিটোও তাই করছেন, তার বাড়ির খাবার টেবিল থেকে বেড রুম পর্যন্ত জন সাধারনের জন্য উন্মুক্ত রয়েছে। শীতে কম্বল আর বর্ষায় ত্রাণ বিতরন ছাড়াও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশুনার খরচ, নিম্ম আয়ের পরিবারে ব্যাবসা সামগ্রী প্রদান ছাড়াও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিম খানায় তিনি প্রতি মাসে একটি অর্থ দান বরাদ্দ রাখেন। জেলা আওয়ামলীগের জনপ্রিয় এই নেতা ১৯৭৪ সনের ৮ ই মার্চ মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া গ্রামের এক মুসলিম স¤্র¢ান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুল মুন্নাফ খান (মুন্নু) ও মাতা গুলনাহার খান। দুই ভাই-বোনের মধ্যে টিটো বড়। টিটো তার শিক্ষা জীবনে ১৯৯০ সনে কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি ও ১৯৯২ সনে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এর পর ১৯৯৪ সনে তিনি সরকারী দেবেন্দ্র কলেজ থেকে ডিগ্রি, ২০০২ সনে ওয়ার্ল্ড ইনস্টিটিউট অব বিজনেস এ্যান্ড টেকনোলজি থেকে এমবিএ এবং ২০১৬ সনে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্য করেন। জনপ্রিয় এই আওয়ামীলীগ নেতা ২০০২ সনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সহ-ধর্মীনি আফরোজা খান মিতা সুপ্রিম কোর্টের আইনজীবি হিসেবে দায়িত্ব পালন করছেন। পারিবারিক জীবনে তিনি এক সন্তানের জনক। তার সন্তান আজওয়াদ আহবাব খান।
|