সীতাকুন্ড প্রতিনিধি : সারা দেশের মত সীতাকুন্ডে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছে। পৌর সদরে দক্ষিণ ইদিলপুর সরত ও ইস্বনী মহাজন বাড়ির শ্রী শ্রী রক্ষা ও শ্যামা কালী মন্দিরে অবস্থিত দেবী সরস্বতীর পুজো করে থাকেন পাল পাড়া ও কুমার পাড়া সহ এলাকার হিন্দুরা এই দেবী হিন্দুদের দেবী হওয়া সত্ত্বেও বৌদ্ধ ও জৈনরাও পুজো করে সরস্বতী দেবীকে। শিক্ষা, ও সঙ্গীতের দেবী হলেন সরস্বতী। বিধান অনুসারে পুজো করলে দেবীর কৃপা লাভ করা যায় বলে হিন্দুদের ওভক্তদের বিশ্বাস। বাংলা মাঘ মাসের ৫মী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। বাকদেবী, বিরাজ, সারদা, ব্রাহ্মী, শতরূপা, মহাশ্বেতা, পৃথুধর, বকেশ্বরী সহ আরো অনেক নামেই দেবী ভক্তের হৃদয়ে বিরাজমান । সকালে উঠে উপবাস করে দেবীর উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা হয় । সরস্বতী পুজার মন্ত্র দিয়ে দেবী বন্দনা বা সরস্বতী পুজার পুষ্পাঞ্জলি করেন ভক্ত বৃন্দ। সরস্বতী দেবীকে প্রনাম করে দেবী সরস্বতীর নমহ¯্Íুতে বলে পুস্তক হস্তে তুলে দেওয়া হয় এই দিনে । হিন্দুদের দেবী হওয়া সত্ত্বেও বৌদ্ধ ও জৈনদের কাছ থেকেও পুজো পেয়ে থাকেন সরস্বতী দেবী।
|