অনলাইনে চলবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও ভর্তি
তারিথ
: ৩০-০৪-২০২০
অনলাইন ডেস্ক :
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংযুক্ত ছিলেন উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসি চেয়ারম্যান এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস, সেমিস্টার ফাইনাল ও অন্যান্য পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম কীভাবে চালাতে পারবে সে বিষয়ে গাইডলাইন ঠিক করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যা আগামী এক সপ্তাহের মধ্যে করা হবে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বলেন, যেহেতু ছুটি দীর্ঘায়িত হচ্ছে, তাই আমাদের ভিন্ন চিন্তায় যেতে হচ্ছে। মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটি করা হচ্ছে।