পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কমপক্ষে ২০ জন মারা গেছেন। নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে, আজ ভোরে এ ঘটনা ঘটে। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তরা বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের পর কোয়েটা শহরের লোকজন রাস্তায় নেমে এসেছে। বিবিসি’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৭। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে ঘর-বাড়ি ভেঙে পড়ায় প্রাণহানি হয়েছে। এতে অন্তত ১৫০ জন আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তানের হারনাই জেলায়। সেখানে প্রায় ১০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।