জাতিসংঘের সর্বোচ্চ আদালত জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অভিযোগের বিষয়ে বুধবার তারা রায় ঘোষণা করবে। ইউক্রেনের অভিযোগ রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকায় কিয়েভের গণহত্যা চালানোর মিথ্যা বক্তব্য দিয়ে রাশিয়া সম্প্রতি ইউক্রেনে অভিযান চালায়। খবর এএফপির। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর পরই এ ধরনের আক্রমণ বন্ধের আদেশ চেয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাটি দায়ের করে কিয়েভ। মামলার অভিযোগে বলা হয়েছে, রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকায় কিয়েভের গণহত্যা চালানোর মিথ্যা বক্তব্য দিয়ে রাশিয়া ইউক্রেনে আন্তর্জাতিক বিধি অনুযায়ী অভিযান পরিচালনার যৌক্তিকতা তুলে ধরার যে চেষ্টা করছে তা বেআইনি। রাশিয়া জাতিসংঘ আদালতে গত ৭ মার্চ অনুষ্ঠিত শুনানীতে অংশগ্রহণে অস্বীকৃতি জানায়। বুধবার স্থানীয় সময় ৩ টার দিকে রায় ঘোষনার বিষয়ে বিবৃতি দিয়েছে হেগের এই আদালত। সুত্র ঃ বাসস