বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৮১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৪১ জন।
শুক্রবার (১৯ আগস্ট) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ লাখ ৬৬ হাজার ১৯৮ জন। রোগী শনাক্ত হয়েছেন ৫৯ কোটি ৮৭ লাখ ৯২ হাজার ৮৮৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫৭ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ১৮ জন। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৮ হাজার ৯৭৯ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৬৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৫১ লাখ ৮৬ হাজার ৭৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৬৪ হাজার ৭৮০ জন। এই গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ৮ হাজার ৪৮৩ জনের। দেশটিতে এ সময়ে করোনায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় গত২৪ ঘণ্টায় ১ লাখ ৭৮ হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এ সময়ে মৃত্যু হয়েছে ৬১ জনের।