নতুন নির্বাচন কমিশন ঘোষণার ঠিক দুই সপ্তাহ আগে ইসি সচিবালয়ের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন এক যুগ্ম সচিব। পরবর্তী কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন এমন গ্রিন সিগন্যাল পেয়ে তিনি কমিশনের চাকরি ছাড়ছেন বলে নির্বাচন ভবনে গুঞ্জন উঠেছে। আলোচিত এই কর্মকর্তা হলেন ইসি’র নির্বাচন ব্যবস্থাপনা শাখা-১ এর যুগ্ম সচিব আবুল কাসেম। চাকরির মেয়াদ শেষ হলে ২০২০ সালে ১লা ফেব্রুয়ারি থেকে দুই বছরের জন্য তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান। অবসরের এক বছর বাকি থাকতেই গত ২রা ফেব্রুয়ারি কমিশনের চাকরি থেকে অব্যাহতি দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আবুল কাসেম নির্বাচন কমিশনার হচ্ছেন এমন আলোচনা এখন ইসি কর্মকর্তাদের মুখে মুখে। অবশ্য নির্বাচন কমিশনার হওয়ার জন্য চাকরি থেকে অবসর নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন আবুল কাসেম।