নির্বাচনে অংশ নেয়া যার যার দলের সিদ্ধান্ত, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তারিথ
: ০৭-১০-২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলগুলোই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না। বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতিসংঘ সম্মেলনে যোগদান এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলন প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য বলেন। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গতবার আমরা সবগুলো দলের সাথে আলোচনা করেছি। এরপরেও তারা নির্বাচনে হেরে গিয়ে আওয়ামী লীগের দোষ দিল। প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ প্রতিবার জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আমরা যা করি জনগণের মত নিয়েই। কিন্তু এরপরেও যারা জনগণের কাছে যেতে ভয় পায় তারা আমাদের দোষ দেয়। গ্রেনেড হামলায় যারা আহত হয়েছেন সে ক্ষত এখনও শুকায়নি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, অন্তত আওয়ামী লীগ কখনও জোর করে ক্ষমতায় আসবে না। তিনি জানান, ‘ডিসেম্বর মাসে আওয়ামী লীগের সম্মেলন হবে। দল সিদ্ধান্ত নেবে। আমরা আমাদের দলের গঠনতন্ত্র মেনে চলি।’
তিনি বলেন, ‘আমি ২০০৮ সাল থেকে কী কী ওয়াদা করেছি, কতোটুকু বাস্তবায়িত হয়েছে তা হিসেব করি। আমরা আগামীতে কি করবো তা নিয়েও আলোচনা করি।’ তিনি আরও বলেন, ‘আমরা যে পরিকল্পনা করছি তা বাস্তবায়নে কাজ চলছে। আমরা ২১০০ সালে বাস্তবায়নের জন্য একটি কাঠামো তৈরি করেছি। সময়ের সাথে সাথে তা পরিবর্তন, পরিবর্ধন হবে। বাংলাদেশ কখনও পিছিয়ে যাবে না।’ প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নয়নের চাকাটা সচল করেছি। আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে। আমি দেশের মানুষের জন্য কতোটুকু করতে পারে সেটাই একমাত্র চাওয়া-পাওয়া। মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য চেষ্টা করছি : মহামারি, যুদ্ধসহ বিশ্বের চলমান পরিস্থিতে আমরা কতোটা প্রস্তুত- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বই অশান্তিতে ভুগছে। এ পরিস্থিতিতে আমরা একাই শান্তিতে থাকতে পারবো কিনা পারবো না তা বলা মুশকিল। সারা বিশ্বের মানুষ যদি কষ্টে থাকে তাহলে কি শুধু আমরা শান্তিতে থাকতে পারবো? তারপরেও আমার দেশের মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য যা করার দরকার আমরা চেষ্টা করছি, যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা খাদ্যের উৎপাদন বাড়ানোসহ অন্যান্য সবগুলো বিষয়ে নজর দেয়ার চেষ্টা করছি।