আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। সোমবার (৩১ অক্টোবর) রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় চার নেতার সঙ্গে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকে এ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠক সূত্রে জানা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। তিনটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তারিখেই সময় দেবেন সেদিনই চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা দলটির সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। চূড়ান্ত তারিখ নির্ধারণ করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তারিখ জানাবেন।