দায়িত্ব নিলেন পূর্বাঞ্চলের নতুন মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন
7, December, 2020, 9:38:14:PM
চট্টগ্রাম: রেলওয়ে পূর্বাঞ্চলের নতুন মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নিলেন জাহাঙ্গীর হোসেন। সোমবার (০৭ ডিসেম্বর) রেলওয়ের সিআরবি অফিসে তিনি যোগদান করেন।
জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, রেল উন্নয়নে কাজ করে যাবো। রেলে অনিয়ম-দুর্নীতিরোধে জিরো টলারেন্স নীতি বহাল থাকবে। যেহেতু ট্রেন দেশের প্রধান একটি যোগাযোগ মাধ্যম। তাই সবসময় যাত্রীর কল্যাণে কাজ করবে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
জাহাঙ্গীর হোসেন এর আগে প্রধান পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, অতিরিক্ত প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী, টঙ্গী-ভৈরব ডাবল লাইন নির্মাণ প্রকল্পের অতিরিক্ত প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী পদে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৮ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক ডিগ্রি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি লাভ করেন।
সম্পাদক ও প্রকাশক মো: আবদুল মালেক, যুগ্ন সম্পাদক: নজরুল ইসলাম ভূঁইয়া । সম্পাদক র্কতৃক ২৪৪ ( প্রথম তলা ) ৪ নং জাতীয় স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা -১২১৪ থেকে প্রকাশিত এবং স্যানমিক প্রিন্টিং এন্ড প্যাকেজেস, ৫২/২ টয়েনবি র্সাকুলার রোড, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত । ফোন:- ০২-৭২৭৩৪৯৩, মোবাইল: ০১৭৪১-৭৪৯৮২৪, E-mail: info@dailynoboalo.com, noboalo24@gmail.com
Design Developed By :
Dynamic Solution IT Dynamic Scale BD BD My Shop