নিম্নমানের মাস্ক সরবরাহের মামলায় গ্রেফতার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে আদালতে হাজির করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার শারমিন জাহানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চায় পুলিশ। দুপক্ষের শুনানি শেষে মহানগর হাকিম শারমিনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। একটি প্রতিষ্ঠানে কর্মরত থেকে আরেকটি প্রতিষ্ঠানের মালিক হয়ে শারমিন বেআইনী কাজ করেছেন বলে আদলতে বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
তবে শারমিনের আইনজীবী বলেন, মানবিক কারণেই আরেকটি প্রতিষ্ঠান খোলা হয়েছে। নিম্নমানের মাস্ক সরবরাহের দায়ে বৃহস্পতিবার শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার রাতে শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শারমিনকে। এদিকে, রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর রহমানকে আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। আদালত মিজানের দশদিনের রিমান্ড মঞ্জুর করেন।