মানহানির দুটি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
ঢাকা ও নড়াইলে দায়েরকৃত মানহানির দুটি মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দেয়। পরে ওই জামিন বৃদ্ধির আবেদন করা হয়।