নুসরাত হত্যা: অধ্যক্ষ সিরাজসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামির আপিল
তারিথ
: ০২-১২-২০১৯
অনলাইন ডেস্ক :
ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ৪ আসামি মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন। অপর তিন আসামি হলেন-নুরুদ্দিন, জাবেদ হোসাইন ও উম্মে সুলতানা পপি।
সোমবার চার দণ্ডিত আসামির পক্ষে আইনজীবী জামিউল হক ফয়সাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন।
গত ২৪ অক্টোবর চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।