রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত ১০টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ বুধবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালের এসি বিস্ফোরণ হলে সেখানে আগুন লেগে যায়। আগুনে হাসপাতালের করোনা ইউনিট পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলার আইসিউ ভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। রাত ১০টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন জানান, জরুরি বিভাগের এসি বিস্ফোরণ হলে সেখানে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।