করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন সাংবাদিক হুমায়ুন কবীর খোকন
তারিথ
: ২৮-০৪-২০২০
অনলাইন ডেস্ক :
করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবীর খোকন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।
রিজেন্ট হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী বলেন, হুমায়ূন কবির খোকনের করোনা উপসর্গ ছিল বলে তার স্ত্রী আমাদের জানিয়েছেন। কয়েকটা হাসপাতাল ঘুরে ইফতারের পর আমাদের হাসপাতালে তাকে আনা হয়েছে। এরপর আমরা তাকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছিলাম। রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা গেছেন।
তারিক শিবলী আরও বলেন, আমরা করোনা টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করেছি। এটা পরীক্ষার পরই জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না। এ ছাড়া, যেহেতু শ্বাসকষ্টসহ নানা উপসর্গ ছিল তাই আইইডিসিআরের নিয়ম অনুযায়ী আমরা তার লাশ প্যাক করাসহ সব নিয়মই ফলো করব।