রাজধানীর পূর্ব রাজাবাজারে আরো ৭ দিন লকডাউন থাকছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর পূর্ব রাজাবাজারে সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, রাজধানীর অন্য এলাকায় লকডাউনে আমরা মোটামুটি প্রস্তুত। তবে সে জন্য লাগবে স্বাস্থ্য অধিদপ্তর ম্যাপিং। ম্যাপিং পাওয়ার পর লকডাউন করার জন্য ৪৮-৭২ ঘণ্টা সময় লাগবে।
এসময় সংক্রামক বর্জ্য আলাদাভাবে সংরক্ষণের আহবান জানিয়ে মেয়র বলেন, সাধারণ বর্জ্যের সাথে কেউ সংক্রামক বর্জ্য রাখলে ৭ জুলাই থেকে ওই বাড়ি থেকে বর্জ্য নেবে না উত্তর সিটি করপোরেশন।
গত ৯ জুন মধ্য রাত থেকে পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলক লকডাউন শুরু হয়। ১৪ দিনের লকডাউনের শেষ হয় সোমবার (২২ জুন)। বর্তমানে এ এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৭৩ জন। এর মধ্যে মারাও গেছেন একজন। ৫০ হাজার বাসিন্দার বসবাস এলাকা পূর্ব রাজাবাজার এলাকায়।