রমজানের প্রথম দিনেই রাজধানীতে গ্যাস সংকট, ভোগান্তিতে মানুষ
তারিথ
: ০৩-০৪-২০২২
পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর অনেক এলাকায় গ্যাস না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। ইফতারের আগে গ্যাস সংকটে পড়ায় ইফতারি তৈরি করতে পারেননি অনেকেই। রাজধানীর বেশ কয়েকটি এলাকা থেকে এমন খবর পাওয়া গেছে।
রোববার (৩ এপ্রিল) দুপুর থেকেই রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, ধানমন্ডি, মোহাম্মদপুর, হাতিরপুল ও আরামবাগ এলাকায় গ্যাস ছিল না বলে জানা যায়। এসব এলাকায় বসবাসরত অনেকেই গ্যাস না থাকার কারণে ইফতার সামগ্রী তৈরি করতে পারেননি। রোজার দিনে এমন ভোগান্তিতে পড়ে ক্ষুব্ধ হয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, রোজার প্রথম দিনেই ইফতার তৈরির সময় চুলা জ্বলছে না। গ্যাস নেই নেই…। ব্যাপারটা কী?
জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান সরদার তার ফেসবুক পোস্টে লিখেছেন, ধানমন্ডি এলাকায় নিবু নিবু গ্যাস। কোনো কোনো বাসায় একদম নেই। ইফতার তৈরি করা যাচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে তিতাসের গণসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন জাগো নিউজকে বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডে জরুরি রক্ষণাবেক্ষণ চলছে। এজন্য বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে কোথায় কোথায় সমস্যা হয়েছে কিংবা চাপ ছিল না, তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।