অসুস্থ হয়ে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে আজ শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়েছে। এখন সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান আজ বলেন, তাঁর অবস্থা সংকটাপন্ন না হলেও তিনি ভীষণ অস্বস্তিতে ভুগছেন এবং কষ্ট পাচ্ছেন। থেকে থেকে স্মৃতিভ্রমও হচ্ছে। গতকাল বেলা দুইটার দিকে তাঁকে সিএমএইচে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে বেশ স্বাভাবিকভাবেই কথা বলেছেন। পরে আবার তীব্র শারীরিক কষ্টের কথা জানিয়েছেন। বিকেল পাঁচটা পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। তবে বয়স ও নানা অসুখ এবং অস্বস্তি বিবেচনায় তাঁরা খুবই উদ্বিগ্ন।
এর আগে অসুস্থ হয়ে পড়লে গত ২৭ এপ্রিল বরেণ্য এই শিক্ষাবিদকে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর হার্ট, কিডনি, ফুসফুস, উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতা রয়েছে। এর আগেও গত মাসের প্রথম সপ্তাহেও একবার তিনি আরেকটি হাসপাতালে ভর্তি হন। তাঁর বয়স হয়েছে ৮৩ বছর।