মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল পৌনে ৮টায় তিনি মৃত্যুবরণ করেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত ১২ জুন মন্ত্রী ও তার স্ত্রীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পরদিন তাদের সিএমএইচে ভর্তি করা হয়। ২১ জুন আ ক ম মোজাম্মেল হক সুস্থ হয়ে বাসায় ফিরলেও তার স্ত্রী সিএমএইচেই ভর্তি ছিলেন। রোববার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।