বাংলাদেশের লায়ন-লিওদের ১ম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন নাসিরুল হক পিএমজেএফ
তারিথ
: ৩০-১০-২০১৯
প্রভাতী খবর ডেস্ক :
বিশ্বের প্রায় ২১৩ টি দেশে ১৪ লাখ লায়ন এবং ১.৫ লাখ লিও প্রতিনিয়ত নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশে এই লায়ন-লিওদের সংখ্যা যথাক্রমে ২০ হাজার এবং ৬ হাজার জন।
সেবাদানকারী এই সর্ববৃহৎ প্রতিষ্ঠানটি ১০৩ বছর যাবত নিরবচ্ছিন্ন সেবাদানের মাধ্যমে সবচেয়ে বড় সেবামূলক সংগঠন হিসেবে জাতিসংঘে গৌরব লাভ করেছে।জাতিসংঘের সেবা শাখার প্রস্তাবকারী এ লায়ন্স সঙ্গঠন।
সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও নিজেদের টাকায় সারা বছর সেবামূলক কাজ করে লায়ন্সরা। বরং, বিশ্বের ২১৩ টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ৮ম।
লায়ন-লিওদের এই সেবা এখন আর শুধুমাত্র চক্ষু চিকিৎসা বা ডায়াবেটিকস এর মধ্যে সীমাবদ্ধ নেই।
বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যেমনি বাড়ছে নিত্যনতুন সমস্যা। ঠিক তেমনি বাড়ছে লায়ন-লিওদের সেবার ক্ষেত্রও।
*লায়ন চক্ষু হাসপাতাল
*লায়ন্স স্কুল & কলেজ
*প্রস্তাবিত বাংলাদেশ লায়ন্স
মেডিকেল কলেজ & হাসপাতাল,
*ব্লাড ব্যাংক
*পরিবেশের ভারসাম্য বজায় রাখতে- বৃক্ষরোপন করা
*অসহায় পথিক এবং শিশুদের মাঝে খাবার এবং জামা বিতরণ
*বৃদ্ধাশ্রমে অনুদান
* সচেতনতা বৃদ্ধিতে সেমিনার
* ডায়াবেটিকস প্রতিরোধে সেমিনার
* শিক্ষা সামগ্রী বিতরণ
* উপবৃত্তি প্রদান
এইভাবে প্রতিনিয়তভাবে বিভিন্নরকম সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশের লায়ন-লিওরা।
বাংলাদেশের লায়ন-লিওদের এই সেবার ধারাবাহিকতাকে আরো গতিশীল করতে গঠিত হয়েছিলো
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ।
গত২৮/১০২০১৯ তারিখে এই সম্মানজনক সংস্থার ১ম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের লায়ন-লিওদের প্রিয়মুখ Ln. Dewan Nasirul Haque PMJF স্যার। এই সংস্থার ১ম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন এবং সাথে সাথে বাংলাদেশে লায়ন-লিওদের সেবাকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বাংলাদেশের সকল লায়ন-লিওদের পক্ষ থেকে স্যারের প্রতি রইলো শুভ কামনা।
অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও স্যার যাতে মনের গভীর থেকেই মানুষদের সেবা করে যেতে পারেন সেজন্য আল্লাহ্ কাছে স্যারকে জন্য দোয়া করি। যাতে আল্লাহ্ স্যারকে সুস্থ রাখার মাধ্যমে মানুষের সেবা করার সুযোগ দেন।