অর্থ ও শরীরের ক্ষতি থেকে বাঁচালেন অসম্ভবকে সম্ভব করেছেন ডাক্তার:জান্নাতুল ফেরদৌসী
তারিথ
: ১৫-১০-২০১৯
এম,ইব্রাহিম খলিল,সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুন্ডের ন্যাশেনাল হাসপাতালে সিজারিয়ানে বাচ্ছা হবে এই মনন্থির করে ভর্তি করে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকার বখতিয়ার এর স্ত্রী রাহেলা আক্তার (২০) কে মনে প্রাণে বিশ্বাস করে হাসপাতাল কতৃপক্ষর সাথে কন্ট্রাক করে টাকার জোগাড় করেছে সিজার করাবে । ১ম সিজার হয়েছে এইটা দ্বিতীয় সিজার হবে এইটা স্বাভাবিক রাহেলার কাছে। অস্বভাবিককে স্বাভাবিক করেছে ডা: জান্নাতুল ফেরদৌসী ও তার সহকারী ও টি ইনচার্জ হাসনা হেনা কিন্তু এই পযন্ত ৬টি নিশ্চিত সিজারিয়ান কে (১ম সিজারের) স্বাভাবিক প্রসব করাতে সক্ষম হলেন ডা: জান্নাতুল ফেরদৌসী ও তার সহকারী হাসনা হেনা । এই প্রতিবেদক ডা: জান্নাতুল ফেরদৌসী ও তার সহকারী ও টি ইনচার্জ হাসনা হেনা র মুখামুখি হই । ২০১৭ সাল থেকে সীতাকুন্ডের ন্যাশনাল হাসপাতাল এ কর্মরত আছেন । এই প্রাইভেট হাসপাতালে কø্যান্তহীন ভাবে সেবা দিয়ে যাচ্ছে । তিনি বলে এই হাসপাতালে কাজ করতে ভালো লাগে কতৃপক্ষ সেবা মুখি। কুমিল্লার মেঘনা থানার বড় নয়াগাঁও প্রবাসী মনিরুজ্ঝামানের ও তাসলিমা জামানের তৃতীয় কন্যা ডাক্তার জান্নাতুল ফেরদৌসী তিনি বাংলাদেশের কলেজ থেকে এইচ এস সি পাস করে চীনের লিয়নিং প্রদেশের “ ডালিয়ান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এম বি বিএস পাস করে বরিশাল মিডিকেল কলেজে ইন্টানী করেন । তার সহকারী ও টি ইনচার্জ দক্ষতার সাথে প্রইভেট হাসপাতালে কাজ করছেন বি বাড়িয়া জেলার আখাউড়া থানার গংঙ্গা সাগর এলাকার হাবিবুর রহমান ও মাতা পারূল আক্তারের কন্যা নাসিং ও প্যারামেটিক টেণিং দিয়ে দীর্ঘদিন সফল ভাবে ডেলিভারী করে আসছে । দুজনের সম্মনয়ে গত সেপ্টেম¦র মাসে অর্ধশত সফল ডেলিভারী করছে এর মধ্যে ৩৫টি নরমাল প্রসব হয়েছে ৮টি দ্বিতীয় সিজারিয়ান এবং ৩টি ১ম সিজারিয়ান ৪টি তৃতীয় সিজারিয়ান। চলতি মাসে ১৪ দিনে ২২টি ডেলিভারি হয়েছে ৯টি সিজার বাকীসব নরমাল স্বাভাবিক ডেলিভারি প্রসব হয়েছে। ডাক্তার জান্নাতুল ফেরদৌসী জানান সিজারিয়ান ডেলিভারির পর ও ৯০% মা পরবর্তী সময়ে নরমাল বা স্বাভাবিক প্রসব করতে পারেন। এদের মধ্যে ৭০ হইতে ৮০% মায়ের কোন সমস্যা ছাড়াই সফলভাবে স্বাভাবিক প্রসব সম্ভব হয় । ক্স তিনি জানান যাদের একটি সন্তান সিজারিয়ানে হয়েছে তাদের পরবর্তী সময় ঝুকি ছাড়াই বেশির ভাগ স্বভাবিক প্রসব করতে সক্ষম । ক্স সিজারিয়ানে হয়েছে যে কারনে চলতি গর্ভে সে কারণ হয়নি বাচ্ছা অবস্থান ঠিক আছে তবে স্বভাবিক প্রসব হতে পারে। ক্স আগের সিজারিয়ানের স্থান কতখানি ঠিক আছে তার উপর নির্বর করবে । জরায়ুর নিচের অংশ সেলাই দেওয়া হয় তাহলে পরর্বর্তী গর্ভ স্বাভাবিক প্রসব হতে পারে । এ ক্ষেত্রে ঝুকির মাত্রা কম। ক্স সিজারিয়ানে হয়েছে কমপক্ষে ২ বছর পর সন্তান নেওয়া হয় সিজারিয়ানের সেলাই ঠিক অবস্থানে আছে , স্বাভাবিক প্রসব হতে পারে । ক্স আগের গর্ভে প্লাসেন্টা প্রিভিয়ার হলে, সিজারিয়ানের পর ইনফেকশন হলে সেলায়ের স্থান দূর্ভল হলে স্বাভাবিক প্রসব না হতে পারে । ক্স গর্ভের শিশুর ওজন চার কেজির কম থাকলে ,প্রসবের স্থান প্রশস্ত থাকলে সিজারিয়ান ছাড়া স্বাভাবিক প্রসব হতে পারে। ক্স সিজারিয়ান হওয়ার সময় ডায়াবেটিস ,উচ্চ রক্তচাপ থেকে থাকে তবে স্বাভাবিক প্রসব না হতে পারে । ক্স সফল স্বাভাবিক প্রসবের মাধ্যমে অস্ত্রোপচার এড়ানো যায়। ক্স আমাদের দেশে স্বাভাবিক প্রসব এর প্র্যাকটিস সাধারণত করা হয় না , হাসপাতাল কতৃপক্ষের চাপ ,অর্থের লোভ, স্বাভাবিক প্রসব এর ভীতি অনিহা কাজ করে । ন্যাশনাল হাসপাতালে রাহেলার সফল ডেলিভারি নরমাল স্বাভাবিক প্রসব হয়েছে ডাক্তার জান্নাতুল ফেরদৌসী বলেন এটি ভেজাইনাল বার্থ আফটার সিজারিয়ান । সীতাকুন্ডের ন্যাশেনাল হাসপাতালের চেয়ারম্যান সাইদ মিয়া বলেন ডা: জান্নাতুল ফেরদৌসী নরমাল ডেলিভারি করে থাকে , সিজারিয়ানের জন্য অন্য ডাক্তার কল করতে হয় । ও টি ইনচার্জ হেড নার্স হাসনা হেনা নরমাল ডেলিভারি করার জন্য অনেক সময় ব্যয় করেন ।