ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া আকবরের পাশে দাঁড়িয়েছে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যশোরের শিল্পী আকবর কর্মহীনতা আর অসুস্থতায় বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন এমন তথ্য দিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। এরপর বিষয়টি যুবলীগ চেয়ারম্যানের নজরে আসলে মঙ্গলবার ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী আর নগর অর্থ পাঠান তিনি।
এ বিষয়ে ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বলেন, করোনা মহামারিতে শিল্পী আকবরের আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না। আকবর নিজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন অবস্থার কথা তুলে ধরে স্ট্যাটাস দিয়েছে। এ বিষয়টি যুবলীগের চেয়ারম্যানের নজরে আসে। ওনার পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে আকবরের মিরপুরের বাসায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি নগদ অর্থও আকবরের হাতে আমি তুলে দিয়েছি। এ সময় আকবর ও তার পরিবারের পক্ষ থেকে যুবলীগ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।