অফিসার্স ক্লাবে নতুন কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর
তারিথ
: ১৮-০১-২০২০
অনলাইন ডেস্ক :
সরকারি কর্মকর্তাদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা অফিসার্স ক্লাবের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। কোষাধ্যক্ষ হয়েছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত ২০২০-২০২১ দ্বিবার্ষিক নির্বাচনে ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির ২২ জন নির্বাচিত হয়েছেন। পদাধিকারবলে সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন মন্ত্রিপরিষদ সচিব।
মেজবাহ উদ্দিন সব পদের মধ্যে সর্বোচ্চ ২৫৯০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন খান পেয়েছেন ১৬৪৫ ভোট। মেজবাহ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, সদস্যরা বিপুল ভোটের ব্যবধানে আমাকে জয়ী করেছেন। তাদের প্রত্যাশা পূরণ করাই আমার মূল লক্ষ্য।
কোষাধ্যক্ষ পদে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম ১৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব হারুন-অর-রশিদ বিশ্বাস পেয়েছেন ১৬০০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে জনাব মোজাম্মেল হক ২০১৫ ভোট, জনাব আনছার আলী খান ২০১১ ভোট ও জনাব এম. খালিদ মাহমুদ ১৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে জনাব মুস্তাকীম বিল্লাহ ফারুকী ৩৫০৯ ভোট, প্রফেসর ফেরদৌসী খান ৩০৬২ ভোট ও জনাব আজহারুল ইসলাম খান ৩০৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে সদস্য পদে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু ২৪৪০ ভোট, আমিনুল ইসলাম ২১৭৩ ভোট, তানিয়া খান ২১৭০, মুহাম্মদ সাকিব সাদাকাত ২১৩২, দেলোয়ার হোসেন ২০৯৬, আলমগীর হোসেন ২০৯১, প্রফেসর আশরাফুন নেসা রোজি ২০৮৯ ভোট, সুরাইয়া পারভীন শেলী ২০৬০ ভোট, আখতারুজ্জামান ২০৩৩ ভোট, এম এ মাজিদ ২০২৫, জনাব জসীম উদ্দীন হায়দার ২০২১, জনাব রথীন্দ্র নাথ দত্ত ১৯৪৫, স্থপতি মীর মনজুরুর রহমান ১৯৩৭ এবং জাকেরুল আবেদীন আপেল ১৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এরপর ভোর ৫টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৪৮৪, এদের মধ্যে ৪২৩৫ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঢাকা জেলার ডিসি ও অফিসার্স ক্লাব নির্বাচনের রিটার্নিং অফিসার আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ভোটের ফলাফল জানানো হয়েছে।