বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন উচ্চতা স্পর্শ করেছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বৈদেশিক মুদ্রার মজুত ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলারের মাইলফলক ছাড়িয়েছে।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থের ওপর ভর করে আজ দিন শেষে রিজার্ভ নতুন এ উচ্চতায় পৌঁছায়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী সাইদুর রহমান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বৈদেশিক মুদ্রার বর্তমান মজুত দিয়ে দেশের ১০ মাসের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব। বাংলাদেশি মুদ্রায় বর্তমান রিজার্ভের পরিমাণ প্রায় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা।
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে চলতি বছরের প্রথম থেকেই দেশের আমদানি খাত বড় ধরনের ধাক্কা খায়। ২০১৯-২০ অর্থবছরে দেশের আমদানি ব্যয় কমেছে ৮ দশমিক ৫৬ শতাংশ। চলতি অর্থবছরেও এখন পর্যন্ত আমদানি প্রবৃদ্ধির ধারায় ফিরেনি।
আমদানি খাতের বড় বিপর্যয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য আশীর্বাদ বয়ে আনে। রেমিট্যান্সে বড় উল্লম্ফনের পাশাপাশি রফতানি খাত ঘুরে দাঁড়ানোয় তরতর করে বাড়তে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত চার মাসে আট বার রেকর্ড করেছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এ সূচকটি।
গত ৩ জুন দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়ায়। তিন সপ্তাহের ব্যবধানে ২৪ জুন সেই রিজার্ভ আরও বেড়ে ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করে। এক সপ্তাহ যেতে না যেতেই ৩০ জুন রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এরপর ২৮ জুলাই রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের ঘরও অতিক্রম করে। তিন সপ্তাহ পর গত ১৭ আগস্ট রিজার্ভ ৩৮ বিলিয়ন ডলার ছাড়ায়। এরপর রিজার্ভের পরিমান ৩৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। গত এক মাস রিজার্ভের পরিমান এ বৃত্তে ঘুরা ফেরা করলেও বৃহস্পতিবার তা ৪০ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে।