সিলেটে আওয়ামী লীগের প্রার্থীকে জাতীয় পার্টির সমর্থন
তারিথ
: ২৮-০৭-২০১৮
অনলাইন ডেস্ক :
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। সিলেটে গত নির্বাচনে জাতীয় পার্টি দিলেও এবার দেয়নি। তবে জাতীয় পার্টির কোনো নেতা-কর্মীকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারে দেখা যায়নি। ৩০ জুলাই ভোটের আগে প্রচারের শেষ দিন গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সভাপতিম-লীর সদস্য এবং সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ টি ইউ তাজ রহমান নৌকার প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশ আছে। এ ছাড়া গতকাল (গত শুক্রবার) আমরা দলীয় বৈঠকেও এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। চেয়ারম্যানের নির্দেশ এবং সবার মতামতের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানকে সমর্থন জানাচ্ছি। জাতীয় পার্টির নেতা-কর্মীরা বিকাল থেকেই কামরানের পক্ষে নির্বাচনী প্রচারে নামবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জাতীয় পার্টির সিলেট মহানগর আহ্বায়ক ইয়াহইয়া চৌধুরী এহিয়া, জেলার যুগ্ম আহ্বায়ক ইশরাকুল ইসলাম শামীম, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন। সিলেট-২ আসনের সাংসদ এবং মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের ঐক্য অতীতেও ছিল, এখনও আছে। আজ (গতকাল শনিবার) শুধু আনুষ্ঠানিক ঘোষণা দিলাম। আজ থেকে আমরা আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানের পক্ষে কাজ করে তার বিজয় সুনিশ্চিত করব। মেয়র কামরানের পক্ষে কাজ করার ঘোষণা দেওয়ায় জাতীয় পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।