ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসন থেকে আওয়ামী লীগের সম্ভাব্যপ্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুর রহমান দোলন। দলের স্থানীয় নেতাকর্মী, সাধারণ ভোটারদের মধ্যে দোলনের জনপ্রিয়তা বেশি। সরকারের উন্নয়ন কাজের প্রচারের গণসংযোগে দোলন এগিয়ে আছেন। পারিবারিকভাবেও তাদের সমাজকল্যাণের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ কারণেই মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন দোলন। দলের নেতাকর্মীরাই বলছেন, দোলনকে নৌকার প্রার্থী করা হলে দলের জয় সুনিশ্চিত। তাকে ঘিরে স্বপ্ন দেখতে ফরিদপুর-১ আসনের ভোটাররা। বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য গোলাম ছরোয়ার মৃধা বলেন, ‘তৃণমূল আওয়ামী লীগের প্রকৃত ও ত্যাগী নেতাকর্মীরা দোলনের সঙ্গে আছেন। দল তাকে মনোনয়ন দেবে বলে আমরা আশা করি। তাকে মনোনয়ন দেওয়া হলে ইনশাআল্লাহ বিপুল ভোটে নৌকার জয় হবে।’ আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন বলেন, ‘এলাকার অবকাঠামোগত উন্নয়নে দোলনের ব্যাপক অবদান রয়েছে। আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তৈরি, সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খেলার মাঠের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। ব্যক্তিগত উদ্যোগেও মানুষের ও এলাকার উন্নয়নে কাজ করেছেন। এখনো করছেন। জনগণ তাকে আগামীতে তাদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়।’ জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন বলেন, ‘আরিফুর রহমান দোলন বয়সে তরুণ। মিষ্টভাষী। সদালাপী। মানুষের সঙ্গে মিশতে পারেন সহজে। ফরিদপুর-১ আসনে যারা আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন দোলন তাদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন। ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম বলেন, আলফাডাঙ্গার কামারগ্রামে নির্মিত হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)। এই প্রতিষ্ঠানটি স্থাপনের পেছনে আরিফুর রহমান দোলনের ব্যাপক চেষ্টা-তদবির রয়েছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীণ প্রবাসীকল্যাণ মন্ত্রী ও বর্তমান এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের কাছে আলফাডাঙ্গার কথা তুলে ধরেছিলেন। এই অঞ্চলে দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন বলেই এই প্রতিষ্ঠানটি আমরা পেয়েছি। জানতে চাইলে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়না ইউনিয়ন চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, ‘আরিফুর রহমান দোলন ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের সম্পদ। তিনি অত্যন্ত সম্ভাবনাময় একজন নেতা। তাকে ঘিরে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখছে স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষ।’ মধুখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মেগচামী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদুল আলম জানান, এখন পর্যন্ত যারা এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন তাদের মধ্যে আরিফুর রহমান দোলন এগিয়ে আছেন। অবকাঠামোগত উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের অন্তরে ঠাঁই নিয়েছেন। মানুষ তাকে পছন্দ করে। ভালোবাসে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ৩০ ডিসেম্বর। প্রার্থীরা এখন মনোনয়নের অপেক্ষায় আছেন। আওয়ামী লীগ ৯ থেকে ১১ নভেম্বর তিনদিন মনোনয়ন ফরম বিক্রি করেছে। মনোনয়ন প্রত্যাশীরা ফরমপূরণ করে কেন্দ্রে তা জমাও দিয়েছেন। এখন যাচাই-বাছাই চলছে। দু-একদিনের মধ্যেই মনোনয়ন চূড়ান্ত হবে বলে কেন্দ্রে থেকে জানানো হয়েছে।
|