সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনে প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল বুধবার সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার এরশাদ সাতক্ষীরা সফর করতে পারেন বলেও জানান তিনি। এই আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের জগলুল হায়দার। তিনি মাটি ও মানুষের এমপি হিসেবে বেশ আলোচিত। তবে দলীয় গ্রুপিং তাকে ভোগাতে পারে। এই আসনে জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলামও নির্বাচন করতে পারেন স্বতন্ত্র থেকে। নবম জাতীয় সংসদে এই আসনে মহাজোটের প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন জাতীয় পার্টির গোলাম রেজা। সম্প্রতি তিনি একিউএম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টে যোগ দিয়েছেন। তবে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মহাজোট হলে এরশাদ প্রার্থী থাকবেন কিনা সেটা নিশ্চিত নয়।