বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৯ মার্চ শুক্রবার জুমার নামাজ শেষে সারাদেশে সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
বৃহষ্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ উপাসনালয়ে সুবিধাজনক সময়ে এ উপলক্ষে প্রার্থনা সভার আয়োজন করবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।