ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত. জয়নাল আবেদীন (৭০) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ডোমারকান্দার উত্তর সালুয়া গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে। জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে তিনি ইজতেমা ময়দানে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইজতেমার শীর্ষ মুরুব্বি গিয়াস উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।