ফরজ হজ আদায় একটি দীর্ঘ সফর। স্বাভাবিকভাবেই কঠিন হওয়ার কথা। তবে কেউ যদি আল্লাহর প্রেম ও ভালোবাসা নিয়ে হজ করেন, তাহলে কষ্টটা অনুভব হবে না। হজের সফরে মনোবল চাঙ্গা রাখতে হবে। বেশি বেশি আল্লাহকে স্মরণ রাখুন। তসবিহ-তাহলিল পড়–ন। সফর শুরুর আগে স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ ও প্রয়োজনীয় সামান সঙ্গে নিন। বাংলাদেশ ছাড়ার আগেই হজের প্রশিক্ষণ নিয়ে নিন। মনে রাখবেন, অন্যের ওপর নির্ভরশীল না হওয়াই ভালো। অন্যের ওপর নির্ভরশীলতা মানে, অমুক আমাকে সবকিছু দেখিয়ে দেবেন বা করে দেবেনÑ এমন চিন্তা বাদ দিয়ে নিজের ওপর আস্থাশীল হয়ে হজ পালন করুন। কেননা আপনি যার ওপর নির্ভরশীল হয়ে হজে যাচ্ছেন, সে কোনো কারণে হজে না-ও যেতে পারে বা উপস্থিত সময়ে আপনার থেকে আলাদা হয়ে যেতে পারে; তাই নিজের ওপর আস্থা রাখুন। হজের কাজগুলো আদায়ের পদ্ধতি জেনে নিজেই পালন করার দৃঢ় সংকল্প করুন। হজের মানসিক প্রস্তুতিতে কয়েকটি বিষয় অবশ্যই ভুলবেন না। যেমনÑ ১. আন্তরে সর্বদা আল্লাহর মহব্বত; ২. কষ্টের ওপর ধৈর্য ধারণ; ৩. বাকশক্তি হেফাজত; ৪. সব আহকাম একাকী করার হিম্মত এবং ৫. নিজেকে গোনাহমুক্ত রাখার প্রতিজ্ঞা ইত্যাদি।