এক. বিষ, জাদু এবং অন্যান্য ক্ষতি থেকে বাঁচতে সকাল-সন্ধ্যায় এ দোয়া তিনবার পড়াÑ আউজু বিকালিমা তিল্লাহি ত্তাম্মাতি, মিন শাররি মা খালাক। (জামে তিরমিজি : ৩৫৫৯)। দুই. সবধরনের ক্ষতি এবং বিপদাপদ থেকে নিরাপদ থাকতে এ দোয়া সকাল-সন্ধ্যায় তিনবার পড়াÑ বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি, ওয়া হুওয়াস সামিউল আলিম। (জামে তিরমিজি : ৩৩৩৫)। তিন. প্রতিদিন সকাল-সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক, নাস তিনবার করে পড়া। এটা বিশেষ গুরুত্বের সঙ্গে করা। (আবু দাউদ)। চার. ঘুমের আগে আয়াতুল কুরসি পড়া এবং সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া। সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে হাতের তালুতে ফুঁ দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে নেয়া। (বোখারি)। পাঁচ. টয়লেটে ঢোকার আগে দোয়া পড়াÑ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। (মুসলিম : ৩৭৫)। হআবু আফিফা