মুন্সীগঞ্জ প্রতিনিধি :
আমাদের প্রান প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। এ দেশর আনাচে কানাচে জালের মত ছড়িয়ে আছে অসংখ্য নদী-নালা হাওর-বাওর খাল-বিল। যে কারনে এদেশ একটি অত্যন্ত সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ হিসেবে সারা বিশ্বে অত্যন্ত সূপরিচিত। এ দেশের মাঠে মাঠে ফলে সোনালী ধান। তাই এ দেশের নাম সোনার বাংলা। নদী বাহিত পলি দিয়ে গঠিত এ দেশের মাটি অত্যন্ত উর্বর। এককালে এ দেশের পরিচিতি ছিলো গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ। কিন্তু বর্তমান যান্ত্রিক যুগে এসে ধান থাকলেও কৃষকের গোয়ালে গরু আর পুকুরে মাছ নেই। আগে নদীর সাথে খাল এবং খালের সাথে পুকুরের সংযোগ ছিল। তাই নদী থেকে মাছ খাল বেয়ে পুকুরে আসত। কিন্তু আজ আমাদের কারনেই মুক্ত জলাশয়ে গুলি মাছ শূণ্য। মুন্সীগঞ্জ বাসীর প্রাণ ধলেশ্বরী নদীরও আজ করুন দশা। কল-কারখানার বিষাক্ত কেমিক্যাল আর মানব বর্জে দূষিত বুড়িগঙ্গা আর শীতলক্ষার পানিতে ধলেশ্বরীও দূষিত।
ধলেশ্বরী নদীকে বাঁচাতে করনীয় ধলেশ্বরী নদীকে দূষনের হাত থেকে বাঁচাতে হলে শুধু ধলেশ্বরীর তীরবর্তি ও আশপাশ এলাকায় শুদ্ধি অভিজান চালালেই তা সম্ভব হবে না। যদিনা ধলেশ্বরীর উজানের নদীগুলি বিশেষ করে বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীকে দূষনমুক্ত করা না যায়। এজন্য করনীয় বুড়িগঙ্গা, শীতলক্ষা ও ধলেশ্বরী নদীর আশপাশের কলকারখানার মালিক পক্ষের প্রতি কঠোর অবস্থান গ্রহন করতে হবে এবং এজন্য ঐসব কলকারখানার মালিক পক্ষের কাছ থেকে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনগুলিকে ঐসব প্রতিষ্ঠান থেকে সব ধরনের সুবিধা গ্রহন থেকে বিরত থাকতে হবে। কারন, অপ্রিয় সত্য হলো যে, আমি যদি কারো কাছ থেকে কোনো প্রকার সুবিধা গ্রহন করি তাহলে সে যদি কোনো প্রকার অপরাধ করে তবে তার বিরুদ্ধে কোনো কথা বলতে বা প্রতিবাদ করতে পারবনা। ঢাকা সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও মিরকাদিম পৌরসভার মানব বর্জ পরিশোধন করে তা নদীতে ফেলার ব্যবস্থা গ্রহন করতে হবে। পলিথিন, প্লাস্টিক ও রবার জাতীয় বর্জ্য পদার্থ পুড়িয়ে অথবা অন্যাভাবে ধ্বংস করে ফেলতে হবে। আমাদেরকে পলিথিন ব্যবহারে আরো সচেতন হতে হবে। অপ্রিয় সত্য হলো যে, আমরা এখন বাজারের ব্যাগ বা থলে ব্যবহারে পুরাপুরি অনভ্যস্থ হয়ে পড়েছি। সুতরাং, আমাদের এ অভ্যাস পরিত্যাগ করতে হবে। কাউকে উপদেশ দেওয়ার আগে নিজে তা পালন করতে হবে। পরিবেশ সংরক্ষন অধিদপ্তরকে আরো সচেতন হতে হবে।
|