বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন তখনও শেষ হয়নি, তার আগেই মিরপুর হোম অব ক্রিকেটে নাজমুল হাসান পাপন পুনরায় সভাপতি নির্বাচিত হচ্ছেন সেই পোস্টার, ব্যানার টানানো শুরু হয়। গতকাল নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত মিরপুরে ছিল একটিই স্লোগান, `ক্রিকেট...পাপন`। শেষ পর্যন্ত তাই হয়েছে। যৌথভাবে সর্বোচ্চ ভোট পেয়ে নাজমুল হাসান নির্বাচিত হয়েছেন। আজ তার পুনরায় সভাপতি হওয়া চূড়ান্ত হবে। পরিচালনা পরিষদে নির্বাচিত প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন সভাপতি। ২৫ পরিচালক আজ ভোট দিয়ে আগামী ৪ বছরের বিসিবি সভাপতি নির্বাচিত করবেন। সভাপতি হিসেবে পরিচালকদের একমাত্র পছন্দ নাজমুল হাসানই। কারণ ২৫ পরিচালকের মধ্যে ১৯ জনই পুনঃনির্বাচিত হয়েছেন। বাকিরা নতুন মুখ। প্রত্যেকেই নাজমুল হাসানের আশীর্বাদপুষ্ট। তাই তো তার সভাপতি হওয়া শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। টানা চতুর্থবার দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন নাজমুল হাসান। আগের তিন মেয়াদে একবার সরকারের মনোনয়নে ও দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবার ভোটে দাঁড়িয়ে, সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির হট চেয়ারে বসতে যাচ্ছেন এই ক্রীড়া সংগঠক। নতুন মেয়াদে নিশ্চিতভাবেই তার সামনে নতুন চ্যালেঞ্জ। সামনের পথটুকুতে তিনি কতটা সফল হতে পারেন তা সময়ই বলে দেবে।