ভারতের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথমেই ধাক্কা খায় বাংলাদেশ দল। হারায় দেশের অন্যতম ব্যাটসম্যান লিটন দাস ও সৌম্য সরকারকে। দলের মোট সংগ্রহ তখন ১২ রান। অপরদিকে, নাঈম ও মিথুন জুটি আস্তে আস্তে দলের জয়ে আশা জাগাচ্ছে। নাঈম ৩৪ বলে তুলে নিয়েছেন তার প্রথম ফিফটি। ৯ চার ও ২ ছয়ের মারে মোহাম্মদ নাঈম পরাজিত আছেন ৭০ রানে। তাকে ভালো ভাবেই সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ
মিথুন। ১ ছয় ও ২ চারের মারে তিনি অপরাজিত আছেন ২৬ রানে। শেষ ১০ ওভারে যখন প্রয়োজন ১০০ রান তখন জবাবটা সেভাবে দিচ্ছেন এই দুই তরুণ।