টেস্ট আগেই ছেড়েছেন। এরপর গত বছর ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা মহেন্দ্র সিং ধোনি ছাড়তে পারেন ওয়ানডে।
তবে ৩৮ বছর বয়সি কিপার-ব্যাটসম্যানের এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখছেন দেশটির কোচ রবি শাস্ত্রী। ২০১৪ সালে হুট করে সিরিজের মাঝপথে টেস্ট ক্রিকেট ছেড়েছিলেন ধোনি। অন্য দুই সংস্করণ খেলছিলেন নিয়মিত।
তবে গত জুলাইয়ের পর আর দেশের হয়ে খেলার সুযোগ পাননি তিনি। মাঝের এই সময়ে নিজের ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি ধোনি।
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল দিয়ে ফিরবেন মাঠে। শাস্ত্রী মনে করেন, এই টুর্নামেন্টে ভালো করে কিপার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকতে সঞ্জু স্যামসন ও রিশাব পান্টের সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে নামতে পারেন ধোনি।