জাল পাসপোর্ট বানিয়ে প্যারাগুয়ে যেতে গিয়ে ধরা পড়ে জেল খেটেছেন ব্রাজিলের ফুটবল তারকা রোনালদিনহো। জেল থেকে মুক্তি মিললেও, প্যারাগুয়ের একটি হোটেলে তাকে বন্দি করে রাখা হয়েছে। এতে খারাপ লাগছে আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার। রোনালদিনহোর পক্ষে সাফাই গাইলেন ম্যারাডোনা।
ম্যারাডোনা বলেন, রোনালদিনহোর সঙ্গে যা হয়েছে, তা ঠিক হয়নি। প্যারাগুয়ের আইন-শৃঙ্খলাবাহিনী ও আদালত রোনালদিনহোর সঙ্গে যা করেছে তা আমাকে কষ্ট দিয়েছে। সে কোনো অপরাধী বা আসামি না। সে বড় কোনো ভুল করেনি যে, তাকে অন্যান্য বন্দিদের সঙ্গে জেলে রাখতে হবে। খুবই ভুল কাজ করেছে প্যারাগুয়ে। ম্যারাডোনা আরো বলেন, রোনালদিনহোর আইনজীবী কোর্টে সব কিছু পরিষ্কার করে। রোনালদিনহোও সবকিছু বলেছে। এরপরও তার সঙ্গে এমন আচরণ কাম্য নয়।
রোনালদিনহো তারকা বলেও তাকেই বেশি ঝামেলার সম্মুখীন হতে হয়েছে বলে মনে করেন ম্যারাডোনা। তিনি জানান, একটি দাতব্য সংস্থার আহ্বানে প্যারাগুয়ে গিয়েছিলো রোনালদিনহো। নিজের ব্যক্তিগত কাজে সে যায়নি। ঐ দাতব্য সংস্থা সব কিছু আয়োজন করেছিলো। রোনালদিনহোকে ঐ দাতব্য সংস্থা জাল কাগজপত্র সরবরাহ করেছিল। তাকে সবাই চিনে বলেই সে বেশি সমস্যায় পড়েছে।