ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষনা করেছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে জেলা স্কুল বড় মাঠে এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী শেষে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রমেশ চন্দ্র এমপি, অধ্যাপক ইয়াসিন আলী এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার ফারহাদ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী প্রমুখ। ওই দিন তিনি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে নির্মিত গুচ্ছগ্রাম ও এশিয়া মহাদেশের ঐতিহ্যাবাহী আমগাছ পরিদর্শণ করেন। আসার পথে ঠাকুরগাঁও শহরের আট গ্যালারীতে অবস্থিত অটেষ্টটিক স্কুলের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ওই উপদেষ্টাকে শুভেচ্ছা জানান।