ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রাম মৌড়াইলে মা-বাবার কবরের পাশেই শায়িত হলেন কবি আল মাহমুদ। গতকাল বাদ জোহর শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজার পরই মৌড়াইলে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় কবি আল মাহমুদকে। জানাজা পরিচালনা করেন মাওলানা আশেক উল্লাহ ভ‚ইয়া। জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ। এতে অংশ নিতে আজ সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসে কবির ভক্ত ও শুভাকাক্সক্ষীরা। এর আগে কবির পরিবারের পক্ষ থেকে সবার কাছ থেকে দোয়া প্রার্থনা করা হয়। জানাজার পর কবি আল মাহমুদের মরদেহের কফিনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন ব্যক্তিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মৌড়াইলে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে কবিকে দাফন করা হয়। এর আগে গত শনিবার রাত ৮টা ১০ মিনিটে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মৌড়াইল মোল্লা বাড়িতে এসে পৌঁছায় কবির মরদেহ। গত ১৫ ফেব্রæয়ারি শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মাহমুদ। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়। নিজ এলাকায় পিয়ারু মিয়া নামে পরিচিত ছিলেন এই কবি।