বুনোফুলের দেহের কোণে উড়ে যাওয়া সৌরভে ঘাঁটি গেড়ে চুপ করে বসেথাকা মৌদলে বার্তা পাঠাই, তরুবক্ষের কোটর থেকে বের হয়ে আসা ছায়াআর তেরনদীর সঙ্গম দেখে যারা পথভুলে ঢুকে গেছেÑঅগ্নিকু-ের সর্পিল গুহার ভিতর, তাদেরকে ফিরিয়ে আনতে পাঠিয়েছি তিরচুম্বনে ভরা পায়রাদের মেঘলা প্রহর।শহরের বর্ষণ শেষের আকাশে যেসব বিজ্ঞাপন ওড়ে, যেসব কুকুর-বেড়াল,কবি-শিল্পী, বুদ্ধিজীবী, ঝাড়-দার, গলাবাজ; মাথানিচু করে ঘুমিয়ে পড়েছেশীর্ণ দেয়ালের মধ্যে তাদের নিকটেও দূত পাঠাতে চাই।অগণিত দেশি কাঠবেড়াল আর হুতুম পেঁচাদের বর্ষা উৎসবে নিমন্ত্রণ পেয়েযাচ্ছি উন্মূল করিডোগুলো সঙ্গে নিয়ে, অবশিষ্ট চেয়ারের হাতলে কামনারসবগুলো ভালুক নখের দাগ রেখে গেলাম।কয়েকদিন যে শহরে থাকব না, তা জানান দেবার কৌশল হিশেবেসমস্ত দৈনিকগুলোতে পাঠিয়েছি শহুরে পাখিদের বিষ্ঠা। প্যাকেটের গায়েলিখে দিয়েছি সাবধান। রোদভরতি ডুমুর গাছের তলে পাঠিয়োনা কোনোমিথ্যাবাদী প্রতিবেদক, সুশীল জাহাজ।