নুসরাত হাসান মেঘা :তুমি এসেছিলে ভবে সাম্যের বার্তা নিয়ে তোমার হুংকারে কেঁপেছিলো এই ভূবন,তোমার প্রতিবাদী বজ্র ভাষায় সর্বদা সত্যের তেজ ছিলো প্রবণ। তোমার প্রেরণাই আজ বিশ্বমৈত্রীর তর্জমাতুমি পূর্ণিমা চাঁদের পূর্ণ জ্যোৎস্না,তোমার তুলনা আর পাবো কোথাওতোমাতেই তোমার আপন গরিমা!ধীরে ধীরে হয়ে যাচ্ছি পরাধীনবড্ড মনে পড়ে তোমার ঋণহে জাতির পিতা তুমি বিদ্রোহি সেনা আজ তোমার জন্মদিনে হচ্ছে স্মরণশত শিশুর হাসির মাঝে করছি তোমায় বরণ।কথা তোমার কথা নয় যেনো ছিলো সাম্যবাদের জঠর, তোমার ভাষনে-ই প্রাণ ফিরে পায় মানবতাপ্রয়াণে জানাই বিনম্র শ্রদ্ধা, তুমি চির অমর হে জাতির পিতা।তোমায় জানাই জন্মদিনের শুভেচ্ছা ।